Wednesday, July 13, 2011

১৩ জুলাই ২০১১

১০) সেই এক

আমি কাউকে চাই না। আমার ভেতরে ভাবতে ভালো লাগে কাউকে কোনদিন ঘর বাঁধতে দিই নি। তুমি যেমন রেখে গেছিলে দরজা খুললে সমুদ্র এখনো তেমন নোনতা সূর্য কামড়ে খায় আমাকে দুপুরের বিস্কুট। তুমি ছাড়া কেউ বুঝবে না আমি কতটা মাতাল আর কেন দুল জোড়া খুলে রাখা হয় প্রতি মাসে প্রতি পরিচয়ে প্রতিটা আঙুলে। এক আলমারি শব্দ আমি তোমার শীতঘুমে উপহার আর তখন তুমি যাক গে ... এগুলো আমি ইচ্ছে করেই বালিশ চিনি না। ঘুম ভেঙে আমি তোমাকে খুঁজতে চাই না তাই তোমার ঘুমে থাকব আমি, আমার ঘুমে তুমি নাও থাকতে পারো।

১১) কদম

কদম গাছের নিচে আরো নিচে আমার চটির নিচে কদম। আমি গন্ধে পাই চায়ের দোকানে এফ এম দুধ ফোটানো। কোন চিন্তার ক্যারিয়ার কি সেটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আক্সিডেন্টে আমরা বাইপাস খুঁজে নিতাম। সেই একরাশ গোলাকার কদমে আমার তুষার পাতের রাতে তোমার আনাগোনা আর শীত বর্ষা সব এক-ই রকম জানলার এপাশ থেকে তাই তোমাকে দেখি হাজার হাজার গাছের নিচে আমার জানলার নিচে ক্রমাগত ক্লকওয়াইজ পাক খাচ্ছ আমার পাতার আড়ালে। আমরা এগিয়ে যাই কদমে কলমে তোমার ঘূর্ণিতে আমিও গোলাকার।

অনুপম রায়

4 comments:

Sanchita said...

Probase thakte thakte ar Bangla ganer goti- bidhi dekhe jokhon prai gaan shonar ichchhata lupto pete jachchhilo thik sei samay bhese elo ' amake amar moto thakte dao' mone holo ei gaan shonar jonno sara jeebon dhore opekkha korte pari.... aj ' sei ek' pore sei eki anubhuti holo...Tumi kauke chao na , ghum bhenge 'tomake' khujte chao na tumi chao 'tomar ghume thakte'.. asadharon....

সব্যসাচী সান্যাল said...

egulo kabita... kabitai... I beleive...tui ki ekTaa series likhte paaris ebhaabei.... no common theme is required.... asambhab bhaalo hochche....

sabya

Anupam Roy said...

dhanya sanchita.
sabya da - hyan ekta series-i likhchhi bote - chinta bhabna ghente ghaw ekebare. bichitro series.

সব্যসাচী সান্যাল said...

ghNeTe ghaw-i...setaa daaruN sukhakar... prakriti bandanar baaire ese, jalochchas-er baaire ese udaaseen o gabhir chokh niye dekhe taake eto easily lekhaa... eTaa khub heartening... chaalaa