প্রতিদ্বন্দ্বী সিরিজ
১ ডিসেম্বর ২০১১
১) কেন যে রাত? (১)
সাহায্য তুমি বাইরের ঘরে
ভিতরে প্রবেশ তোমার স্পর্ধা আমায়
অবাকে কেমন ধারণাগুলো মরমর করে
গায়ে পড়া। আমার দেওয়াল নেই,
মেঝে নেই, আমি কিসের রান্না করব?
আমি যেন কোথাও দাঁড়িয়ে নেই
অথচ কোটি কোটি গাড়ি আওয়াজে
আমি অপ্রয়োজনীয়।
যদি প্রতিটা উত্তেজনা আমাকে ঠিক
ততটা নিরাশ করে আর প্রতি রাতে
আমি আবার নিস্পৃহ আর গতিহীন?
তাহলে আগলে না রেখে রাস্তাগুলো
খুব তাড়াতাড়ি রোদ্দুর ডাকতে পারব।
ভিতরে প্রবেশ তোমার স্পর্ধা আমায়
অবাকে কেমন ধারণাগুলো মরমর করে
গায়ে পড়া। আমার দেওয়াল নেই,
মেঝে নেই, আমি কিসের রান্না করব?
আমি যেন কোথাও দাঁড়িয়ে নেই
অথচ কোটি কোটি গাড়ি আওয়াজে
আমি অপ্রয়োজনীয়।
যদি প্রতিটা উত্তেজনা আমাকে ঠিক
ততটা নিরাশ করে আর প্রতি রাতে
আমি আবার নিস্পৃহ আর গতিহীন?
তাহলে আগলে না রেখে রাস্তাগুলো
খুব তাড়াতাড়ি রোদ্দুর ডাকতে পারব।
অনুপম রায়
5 comments:
তোমার স্পর্ধা আমায় অবাকে কেমন ধারণাগুলো মরমর করে গায়ে পড়া....line ta theke derailed hoe gelam..mane ta olot palot hoe galo kirokom..
Uff dirgho protikkhar pore ..amaro okhane khotka lagchhe, অবাকে কেমন ধারণাগুলো মরমর করে... mone holo ei bhitore probesh korar spordha obak kore bojhate ceyechho, tobe oi bojhanor dai kokhonoi lekhoker ba kobir noi, je jebhabe bojhe ...ek ekjoner kachhe ek ekrokom artho bohon kore..roddur daka onyorokom ... bhalo laglo..
thanku for reading & commenting!
'SAHAJYO' aj nitantoi oproyojonio..nijer obosthan jodi diner seshe sirir tolar roshatol hoy, sekhan a 'SAHAJYOR' sahajyo korar probonota khoniker batulota bolle ottukti hoy na..tai sei probonota thekei jano porihashe 'mormor' sobder utso!
Post a Comment