ডিসেম্বারের কবিতাগুলি
১ ডিসেম্বার ২০১২
১) বেড়ালের ইচ্ছে
কিশোরী কুড়োয় নুড়িপথ,
ছোঁয়া ঘাসে কাপড়ের নিচু অংশ।
চিমনি কালো হতে হতে,
গাছ মেশে ডাল মেশে পাতা,
পোড়ে ঘন বিকেল মেঘে,
ম্যাজম্যাজে গায়ে হাতে পায়ে
আর বেড়াল ভাবে
কবে তার পথ কিশোরীর চোখ কাটবে?
যদি অনায়াসে গতিবিধি
কিছু বিচরণ নানা বায়না,
প্রবেশের কোন মূল্য না দিয়ে
কত কাছাকাছি
গলার কাছে ইচ্ছেগুলো জ্বলে নেভে
থতমত তাই দাঁড়িয়ে,
টানটান সব স্নায়ু উপস্নায়ু
যদি একবার চোখে কাটতো!
1 comment:
DARUN!!!!!!
Post a Comment