২২ ডিসেম্বার ২০১২
৩) ফ্রি ফল
উঁচু বারান্দা থেকে একটি পাথর
মাটির দিকে সোজা
টানতে টানতে বিশ্বজুড়ে
আড়মোড়া ভাঙা শব্দ
নিজের ভেতর থেকেই শোনা,
পাউরুটি স্যাঁকা হাতে
ময়লা মাখন, বাসন, দোকান
পাথর টানে অবগত নয়
স্টোভের আগুন কালো।
তাদের পাশেই পড়বে এসে
হয়ত তাদের মাথায়,
যদি না
গতিপথ কেউ বদলে দিয়ে,
সংজ্ঞা দেবে নতুন আর
কলম ঠুকে পালটে দেবে
অঙ্ক কষার নিয়ম।
মাটির দিকে সোজা
টানতে টানতে বিশ্বজুড়ে
আড়মোড়া ভাঙা শব্দ
নিজের ভেতর থেকেই শোনা,
পাউরুটি স্যাঁকা হাতে
ময়লা মাখন, বাসন, দোকান
পাথর টানে অবগত নয়
স্টোভের আগুন কালো।
তাদের পাশেই পড়বে এসে
হয়ত তাদের মাথায়,
যদি না
গতিপথ কেউ বদলে দিয়ে,
সংজ্ঞা দেবে নতুন আর
কলম ঠুকে পালটে দেবে
অঙ্ক কষার নিয়ম।
3 comments:
দুর্দান্ত লিখেছো। :)
Gallileo janle heart fail korto!!! free fall ... is following de rules of Anupam Roy..........:)
Post a Comment