Monday, August 08, 2011


৮ আগস্ট ২০১১
২৭) সব ভালো যার শেষ নাই
আবহাওয়া রাস্তার মতো মোড়ে মোড়ে নাম পালটে ফেলে তোর কথা কেউ ভাবে না। একটি গান তোকে চেয়ে নিজের মতো কিভাবে রঙ পেল দাবার নক্সা। এরপর সব একটা করে চোখের জল জমিয়ে রাত্তিরগুলো ছিঁড়ে খেয়েছে আমাকে মাংসাশী। রক্তশূন্য চোখ দুটো খুব ভেতর থেকে সুন্দর তোর তাকিয়ে থাকা দেখেছি কাছ থেকে। প্রত্যেকটা শিহরণ সত্যি। শিকলে কারোর জন্ম নেই তাই প্রান্তর আর তার গানে আমি তোকে নিয়ে যেতে চাই অনবরত নিঃশ্বাসে তুই আরো সুন্দর আরো বেমানান আরো দাঁড়িকমাহীন দীর্ঘ একটি বাক্য

অনুপম রায়

5 comments:

Sanchita said...

Bhalo , mone holo sesh holo na...atripti theke gelo tai...aboshya kobitar namei ta bortoman...

Aryanil Mukhopadhyay said...

baah! Anupam, daaruN laagalo eTaa. aamaar sbapna ekadin bangla gaan ei bhaashhaay gaaoaa habe.

সব্যসাচী সান্যাল said...

Baha ! besh kichhudin dhorei poRechhi jaanaano hoiyaa oThenaai !

Piya Chakraborty said...

'aro shundor aro bemanan'- shundor and bemanan clubbed together beautifully, make it different.

Piya Chakraborty said...
This comment has been removed by the author.