Friday, October 07, 2011


৫ অক্টোবার ২০১১
১০) বিশ্ব (২)
তোমার সব বোতামের শেষে আসে মসৃণ আমাদের শিশু দিবস ছুটি নেয়। দু হাতে আমার বিশ্ব যেখানে আমাদের জন্ম মৃত্যুর কোন ইতিহাস নেই। এখানে বালিঝড় চোখ ছায়া তোলপাড় খুঁজে উচ্চারণে আমার নাম, আর একবার শুনতে চাই। দ্বিতীয় বিশ্বে যুদ্ধ নেই, অস্ত্রহীন, প্রজাহীন নগরের রাজপথ দিয়ে আমাদের শবদেহ ঘুরে বেড়ায় স্নেহে, গাঢ় স্নেহে। 

১১) বিশ্ব (৩)
ক্ষুধার্ত ফুটপাথে আমার কলম বিক্রী করি পিশাচের অনুচরদের। মূল্য ধরে দেয় তোমার কারাগারের চাবি। গর্তের থেকে আকাশের দিকে তাকালে গোলাকার দেখো বিশ্বটা আসলে টুকরো টুকরো করে কেটে ফেলা আমার দেহ সেই দোকানের আলোয় ঝুলছে। এগুলো রূপকথা তবে প্রাসঙ্গিক। ভূমিকম্পে ফুরিয়ে যাবে এই বিশ্ব। 

অনুপম রায়

3 comments:

pushan said...

Gorter modhye thaka ki kupomondukota? sotti bisyo aj boro nisyo...riktotar porihashe tai jibon-'jatra' jutor suktola chate r khudarto kukur dustbin chate...

pushan said...

Mrito sohorer rajpothe kono ak 'klanto pran' r ashim protyasha r furie jaoar age sei poetic hyperbole k songe nie ure jaoa...astrohin ei judho ache south pole r sitolota...thakuk ta, klanto pran tao to alorito hobe kono ak din!
Oshadharon inner meaning! darun...darun...prottek bar pore alada alada mane khuje bar kora.

Birdie said...

তোমার সব বোতামের শেষে আসে মসৃণ আমাদের শিশু দিবস ছুটি নেয়

khub sundor line ta