৯ অক্টোবার ২০১১
১৪) আরো শীত
অনন্ত বরফের দেশে দু এক ফোঁটা আগুন জ্বলে। আগুনের শীত লাগে তাই থরথর করে কাঠের তাগিদে মুখ লুকোয়। আমাদের নাট্যমঞ্চে কিছু ভুলে যাওয়া সংলাপ সাসপেন্ডেড ইন এয়ার। সময় আটকে গেছে প্রেক্ষাগৃহে তুমুল মৌনতা। বরফের কুচি ধীরে ধীরে প্রবেশ করে নৈঃশব্দে। সবাই এভাবেই ফ্রোজেন শুধু প্রোট্যাগনিস্টের চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে মঞ্চের মেঝেতে। আরো শীত ছড়িয়ে যাক ...
১৫) ডিনার রেডি
তুমি যার সন্তান বয়ে বেড়াচ্ছ তার ছায়াতেও গাড়ির এক্সহস্ট। তার প্রেম এখন কিসের মূল্য ধরে দেয় তোমার জীবনে? ডিনার রেডি। তুমি আয়নাতে যে চুলে বাঁধো রাত্তির তার কোন সমাস ভাঙছে ঘরের দরজা। পারো না কেন অস্বীকার করতে? ফুরিয়ে যাওয়ার ভয়? ডিনার রেডি। তোমার গুমঘরে গোপনে সব সত্যি কথা ইঁদুরে কাটে রাত্তির যেন বোবা তোমার ইচ্ছে গুলো কাটে না মোহ। আমার অধিকার নিয়ে প্রশ্ন করতে পারো। ডিনার রেডি?
সূত্রপাত – বার্গম্যানের ফ্যানি অ্যান্ড অ্যালেক্সান্ডার দেখতে দেখতে।
১৬) তোমার প্রিয় গাধা
আমার দোষ নাই। ইট অল ওয়েন্ট রং। বহুদিন আগেই তুমি মারা গেছ আমার ভেতরে শুধু তোমার নিঃশ্বাস রোমকূপ বেয়ে উঠে আসে। এখনি নামবে। প্রিয় গাধা। আমার তলোয়ার বাসনের বিরক্তিতে ক্লান্ত। ল্যাম্পের উপর হাত রাখো। তাও হাসি তোমার মরা রোদে।
১৭) কাঙালপনা
তুমি তো সন্ধ্যার মতো আমার ভিতরে নামো। এক ফালি হাসি নিয়ে খোলা জানলার কাছাকাছি। শিশুর বিশ্বের আশেপাশে তোমার হাঁটাচলা। বিনা কবিতায় তুমি কখনই আসো না। কতবার তুমি আন্ডারলাইন করে দিয়েছে। আমি তাও কেন হেরে যেতে এত ভালোবাসি? কোনদিন কি দেখা হওয়ার কথা ছিল? প্রশ্নপত্র চুরি যায়।
অনুপম রায়
4 comments:
Shubho Bijoya Anupam... bhalo lagchhe porte... hoito arro bahubaar porbo, aar protyebaar ek ek rokomer artho khunje pabo.....
:)
জিজ্ঞাসা
অনেক দিন পর ব্লগ পেজ টা খুললাম
মন এ কষ্ট না থাকলে এই বনধু টির কথা যেন কিছু তেই মন না পরে না
আজ আমি আবার ভিসন দুখী ,
আমার প্রাণ আমার সাথী ,
আমাক আজ ছেরে যেতে বসেছে ......
কেন ???? এ হৃদয় কি সুদু পাসন এ ভর্তি
এখান এ বালি খুরে ও কি একটু জল পাব না ??????
প্রিও,
তোমাক তো আমি সব দিইএ ছি
শেষ পর্যন্ত ভালোবেসেছি
এই ভালবাসা কি সেই কম দামী পেন এর কালী ????????
এত সহজ-এই ছিটেফোটা বৃষ্টিতে ধুয়ে গেল?????
vishon rokokmer orthoboho sobkoti..kintu 'priyo gadha' te tomar chinta vabnar jotilota obyokto theke jay kichuta...ei na bola kothagulo ke bangmoy kore tulte r o besh koyekbar porte hobe hoyto..
Post a Comment