২৪ মার্চ ২০১৩
৯) নকল
তুমি নকল করতে পারো আমার শুয়ে থাকা,
আমার এই বসে থাকা
অথবা ভীতু রাস্তা পায়ে পায়ে।
আমার এই বসে থাকা
অথবা ভীতু রাস্তা পায়ে পায়ে।
গুরুত্বহীন বাকি সমস্ত,
ফলের বিক্রি আর রামের জন্মস্থান,
শুধু সাইকেল চলে যায় পরপর,
অনবরত।
সেগুলো ফুরোলে আমাকে আবার নকল করতে পারো।
ফলের বিক্রি আর রামের জন্মস্থান,
শুধু সাইকেল চলে যায় পরপর,
অনবরত।
সেগুলো ফুরোলে আমাকে আবার নকল করতে পারো।
কিন্তু যখন আমি সাঁ করে উড়ে যাব,
চৌকো জলের ট্যাঙ্কে চড়ে বসব
অথবা ঠোঁট ফুলিয়ে দেড় হাজার শঙ্খের সুরে
গোটা এলাকা হাউ হাউ করে কাঁদব,
আমাকে নকল করো না।
চৌকো জলের ট্যাঙ্কে চড়ে বসব
অথবা ঠোঁট ফুলিয়ে দেড় হাজার শঙ্খের সুরে
গোটা এলাকা হাউ হাউ করে কাঁদব,
আমাকে নকল করো না।
আমার এই সব ক্ষত ব্যক্তিগত আর
বাকিটুকু অস্পষ্ট।
বাকিটুকু অস্পষ্ট।
4 comments:
onek gulo onuvuti eksathe holo... kintu sob atkte gelo oi ekta jaygay... আমার এই সব ক্ষত ব্যক্তিগত আর
বাকিটুকু অস্পষ্ট। ...ei daiy diye ki rokkha hobe, dada?
Ekdom thik kotha keu korbe na "নকল"
Tomar ja sheta .. tomar i .. ekdom tomar i patent
ব্লগের আগের লুকটাই ভালো লাগতো।
dada darun laglo............... kintu ami nakal kortey chai............
Post a Comment