Thursday, January 02, 2014

বেঞ্চি



২০ ডিসেম্বার ২০১৩

২) বেঞ্চি 

দুটো পার্কের দুটো বেঞ্চিতে কেউ বসে নেই,
বসে থাকার কথা ছিল এরকম ভাবা যেতে পারে
কিন্তু তেমন কোন ঘড়ির কাঁটা আমরা পাইনি।

পেতে পারতাম যদি সব সোয়েটারে
বেগুনী রঙের ফুল আঁকা থাকত বুকের উপর,
যে ফুল এখন লন্ডন কিংবা জামশেদপুরে
ঘনঘন দেখা যায়, মাটিতে ছড়িয়ে আছে কার্পেট।
যে বেঞ্চিতে এখন বসলে ঘুম আসে,
সেখানে সাড়ে পাঁচ ঘন্টা পরে বসলে শুধু শীত করে,
সোয়েটার চেপে ধরে রাত্তির।
আসলে ফুলের কোন পরিচয় নেই,
সবাই একরকম গন্ধে কিংবা চেহারায়
তাই বেঞ্চি দুটো সময়ের সঙ্গে উলটে যায়,
অভিমান করে আর কোনদিন কাউকে বসতে দেবে না।

6 comments:

Unknown said...

দুর্দান্ত :)

Srabanti said...

sob ful e jemon ek
sudhu gondho ar rong diye chena jai
temoni sab bench ek
sudhu jaiga ar samay diye chena jai

...ki advooth na !!!
khub valo lekha !!

Srabanti said...
This comment has been removed by the author.
সব্যসাচী সান্যাল said...

তোর কবিতাগুলো পড়ছিলাম ... বেশ অনেকক্ষণ ।
প্রচন্ড ইনোসেন্স আছে... নির্মল লেখা ...নাইভি্টি নেই । লিখে চল...

সব্য

Anupam Roy said...

সব্য দা - কিছুই হচ্ছে না - কাছাকাছি গিয়ে ফিরে আসছি, তবে লড়ে যাচ্ছি ... :)

Unknown said...

Akta mojar kotha mone holo,

You had to fight not to write when you hadn't have to write.
You also have to fight to write when you must have to write!