Sunday, May 04, 2014

যেরকম নয়



২ মে ২০১৪

১) যেরকম নয়

লাইনে দাঁড়িয়ে থাকা মেঘ,
একসাথে কথা বলতে পারি না।
পাখিরোদ যেন ছায়া ফেলে -
কাঁঠাল গাছের পাতা ধরে রাখে
স্নেহধুলো আর মসৃণ। 

এসব দেখার বাইরে -
সমুদ্র যেভাবে আমাদের ভাবায়
সেখানে তাকিয়ে থাকতে পারি
নির্দিষ্ট কিছু দেখব বলে নয়,
ভাষাহীন জলরাশির ফেনা ধরব বলে নয়,
সব সময় যে মিল পেতে হবে
এরকম নয়।

1 comment:

Farhana said...

নির্বাক করে দিয়ে ভাবায় যেন ...