২ মে ২০১৪
১) যেরকম নয়
লাইনে দাঁড়িয়ে থাকা মেঘ,
একসাথে কথা বলতে পারি না।
পাখিরোদ যেন ছায়া ফেলে -
কাঁঠাল গাছের পাতা ধরে রাখে
স্নেহধুলো আর মসৃণ।
একসাথে কথা বলতে পারি না।
পাখিরোদ যেন ছায়া ফেলে -
কাঁঠাল গাছের পাতা ধরে রাখে
স্নেহধুলো আর মসৃণ।
এসব দেখার বাইরে -
সমুদ্র যেভাবে আমাদের ভাবায়
সেখানে তাকিয়ে থাকতে পারি
নির্দিষ্ট কিছু দেখব বলে নয়,
ভাষাহীন জলরাশির ফেনা ধরব বলে নয়,
সব সময় যে মিল পেতে হবে
এরকম নয়।
সমুদ্র যেভাবে আমাদের ভাবায়
সেখানে তাকিয়ে থাকতে পারি
নির্দিষ্ট কিছু দেখব বলে নয়,
ভাষাহীন জলরাশির ফেনা ধরব বলে নয়,
সব সময় যে মিল পেতে হবে
এরকম নয়।
1 comment:
নির্বাক করে দিয়ে ভাবায় যেন ...
Post a Comment