২) কবিতাবালি
যদি উঠে আসে সব -
সহ্য করবে তুমি সূর্যের রঙ
দানা দানা ফুটে ওঠা জলে বুদ্বুদে,
ছায়া দেয় গাছের মতো কিছু ল্যাম্পপোস্ট।
চুল উড়ে আসে মুখের ওপরে
আরও বেশী মনে হয় তুমি উজ্জ্বল
এরকম তাকিয়ে থাকার দিকে,
যেখানে হাঁটতে হাঁটতে উঠে গেছে আকাশ
যোগাযোগহীন।
4 comments:
Ekdike sohure baliari,
ek dike pother panchali
majhe kobitabali..
একটা জিনিসের অভাব বোধ করি -- অন্তর্দৃষ্টির -- গানে তো পাই -- তোর কবিতায় দৃশ্য প্রাধান্য পায় -- হ্যাঁ ছুট ছাট অনুভব, ইমোশান উঠে আসে -- কিন্তু সিন্থেসিস চাই -- অনেক accumulation-এর পর -- তাকে প্রশ্ন, নিজেকে প্রশ্ন, এক অনুভূতির সাথে আরেক অনুভূতির সম্পর্ক-কে প্রশ্ন -- এর থেকেই হয়ত সিন্থেসিস আসতে পারে --
ফর্ম খুব একটা মাথা ঘামানোর জিনিস বলে মনে হয় না । কন্টেন্ট তামাদি হয়ে যায় সিন্থেসিস না হলে । কখন কখন দৃশ্যের কাছে অন্ধ হয়ে পৌঁছানো জরুরী হয়ত । তোর গদ্যে কিন্তু অনেক পাওয়া যায় ।
thank you sabya da - mathay rakhbo, cheshta korbo :)
Ami amar kobita ekhane likhte chai, kibhabe sombhob please bolun
Post a Comment