Friday, June 06, 2014

নারকেল গাছের মতো



৬ জুন ২০১৪

৩) নারকেল গাছের মতো

এ ক্ষেত্রে একটি নারকেল গাছ
মানুষের চোখের সামনে দাঁড়িয়ে
ক্লান্ত পাতায় সন্ধ্যে নামায়
সমস্ত দিন হয়ে যাওয়া হাওয়ারোদে
নিঃশ্বাসে মনে মনে -
আড়চোখে তাকিয়েছে যেই
কালি তার কোটর বুজেছে
নিয়মের পরিবর্তে এ পাড়ার
সব চেয়ে উঁচু মাথাগুলো
স্বীকার করেছে তারা তার বন্ধু
কখনও হতে পারে নি,
শিকড়ে অনেক ছিঁড়ে গেছে
অনেক দূরে গিয়েও
আচমকা ঘুম ভেঙে দেখে,
অনেক প্রাচীন তার আঙুলের মতো
পাতা উড়ে আসে যত ঘন হয় রাত।

1 comment:

Unknown said...

Dear Anupam , you can see the human qualities in people and the things
that surround them.

I connect to your lines... and I also feel you get great fun playing with your words... Playing with tunes and words ..its painful sometimes but when the creation is complete , I think you get the highest happiness. Keep it up.