Saturday, September 03, 2011


২ সেপ্টেম্বর ২০১১
৩) স্যালাইন
তোর ঘাড়ের কাছে কিছু চুল অবহেলিত কখন হাঙ্গার স্ট্রাইক ডাকে, রাজ্য কি করি কি করি স্যালাইন ধরি। আমার এক চোখে হেমলক অন্য চোখে তুই বা তোর পাশ ফিরে শোয়া। সেই ব্যালকনি গুলো থেকে টিভি ছুঁড়ে মারে অনেক সন্ধ্যেবেলা আমার মাথা ফাটে। অ্যাম্বুলেন্সে প্রেসেন্ট টেন্সে উকিলের বৈঠকে আমাকে স্যালাইন ধরা হাত কংগ্রেস হয়ে যায়। আসুন, বসুন, অনশন করুন। আমাকে ঘিরে নানা রকমের লোকাস যাচ্ছে আমার ভেতরে ছুঁতে তোর কিছু কথা। দেখ তোর চুল সরিয়ে দিলাম, ঠোঁট রাখলাম ওখানেই, আমাকে আর একবার নিঃশ্বাস নিতে দে।

৪) গামা
সঙ্ক্রামক তোর মনের কাছাকাছি আমার রেডিয়েশান। কিছুটা মানবিক বাকিটা পারমানবিক আর না হয় তোর রিয়্যাক্টরে হেভি ওয়াটার আমার কচ্ছপগামী জীবনের পরিণতি। এদিকে তাকা। বিষয়টা ভিন্ন এই গান বানানোর ছুতো আর অল্প কিছু জল ছিল তাই চোখ মুছিনি আলফা ধুলোয়। ফিউশনে ওই সূর্য ফাটার শব্দে আমার আসছে না ঘুম অনেক দিন-ই, তোর নরমে আমার কিছু নন-কেমিকাল ব্যাপার স্যাপার। কেমন যেন আইসোলেশন, বিশাল শক্তি করলি শুরু তোর আমার এই চেন রিয়্যাকশন, থামবে না। 
অনুপম রায়

6 comments:

সব্যসাচী সান্যাল said...

bhaalo laagchhe Anupam...Gamma naam-Taa niye ekTaa kathaa mone holo... unlike alpha,beta particles, gamma-ray can't ionize.... gatir teebrotaa, bhed-shakti jatoi beshi thaaknaa keno-- it can't ionize-- natun janmo dite akhkhom !

সব্যসাচী সান্যাল said...

maane JeTaa mone holo -- Je fusion ki shudhui hybrid toiri kore -- Jaa natun noy ... aar fission--- bhenge bhenge Jaawaa khkhoye khkhoye sesh hoye Jaawaar aage satata natun kichhu diye Jete paare...

ei aaje baaje faaltu chintaa aar ki !

bhaalo laagchhe lekhaa... chaaliye Jaa !

Anupam Roy said...

thanks sabya da, nuclear byapar ta niye at least 10-ta podyo lekha jay.

Aryanil Mukhopadhyay said...

atyanta bhaalo, natun o chintaasheel lekhaa hachchhe. besh abaak haye gechhi aami. kintu ei lekhaa ki tor likhate bhaalo laagabe beshidin!

Anupam Roy said...

ami kichhu na bhalo lagle kori na - jodi na lage likhbo na, joddin lagchhe likhbo. tumi je porchho etai bishal byapar!

সব্যসাচী সান্যাল said...

রবিবাবু লিখেছিলেন (জানিস কী না জানিনা)

নৃত্যের বশে সুন্দর হল
বিদ্রোহী পরমাণু
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জিরে
বাজিল চন্দ্রভানু

----------
দাদু সব লিখে রেখে গেছে !