Wednesday, April 11, 2012


১৪) পয়সার লড়াই
নেহাতই পয়সার লড়াই, ছিটকে গিয়ে পড়ি।
শহরে অট্টালিকা বেয়ে উঠে যায় ট্রাম, ছায়া
গড়ায়, রাতারাতি একাধিক বড় বড় সংবাদপত্রে
আনাগোনা বাড়ে দাঁত, হাসি আর কব্জি।
নিতান্ত ছদ্ম তাই পোশাকে ধোঁয়া কাটি
আর কাঁচিতে ফিতেময় দুর্ঘটনা।
এই দক্ষিণে উড়ো জানলা, হুড়মুড় করে
দুপুর বিকেল বিনা পয়সার চিন্তা, রান্না করলে,
উপাদেয় কিছু বিক্রি আছে ফালতু।
কিনবি কেন? আমার তখন অন্য প্রতিদ্বন্দ্বী।

5 comments:

Priyadarshi said...
This comment has been removed by the author.
Priyadarshi said...

Bujhiye bolo sesher koyekta lyn :(

ektu choa said...

tomar kobitay absurdity bodhta khub sundorvabe uposthapito hoy....aro lekha cai

Anonymous said...

Tomake notun kore ar ki bolbo? Darun!...aro gobhire jao ;)
___ Uttoran

Swarnendu Mittra said...

Aamar Mawte "Aapnar" moto Keu Nei ;-)