Showing posts with label Protidwondee Series. Show all posts
Showing posts with label Protidwondee Series. Show all posts

Saturday, May 12, 2012


১২ মে ২০১২

১৫) ফুরিয়ে গিয়েও
যতটা পালটে যাই, ততটাই একঘেয়ে লাগে
এই আদল, এই চাবুকের মত সোজা।

১৬) নষ্ট
বিশেষ্য ছাড়া সব বিশেষণ-ই অপদার্থ তাই তুলনার আগে পাত্র অথবা প্রোডাক্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উত্থাপন করবেন। সংখ্যালঘু বিশেষণ নষ্ট করবেন না।

Wednesday, April 11, 2012


১৪) পয়সার লড়াই
নেহাতই পয়সার লড়াই, ছিটকে গিয়ে পড়ি।
শহরে অট্টালিকা বেয়ে উঠে যায় ট্রাম, ছায়া
গড়ায়, রাতারাতি একাধিক বড় বড় সংবাদপত্রে
আনাগোনা বাড়ে দাঁত, হাসি আর কব্জি।
নিতান্ত ছদ্ম তাই পোশাকে ধোঁয়া কাটি
আর কাঁচিতে ফিতেময় দুর্ঘটনা।
এই দক্ষিণে উড়ো জানলা, হুড়মুড় করে
দুপুর বিকেল বিনা পয়সার চিন্তা, রান্না করলে,
উপাদেয় কিছু বিক্রি আছে ফালতু।
কিনবি কেন? আমার তখন অন্য প্রতিদ্বন্দ্বী।

১১ এপ্রিল ২০১২
১৩) আমার সেইসব স্তর
আমি কে এবং আমরা কারা?
আমার মেঘের কাছাকাছি উড়ে আসে,
সংক্ষেপে মিলিয়ে যাওয়া চওড়া রাস্তার মৃত্যু।
যতভাবে নিঃশ্বাস নেওয়া যায়, পাহাড়ে অথবা
আরো বরফে, তারও বেশি অভাবে গরীব
ফুসফুসে আসা যাওয়া ফুরিয়ে আসে, চুমুকে।
আধখানা উড়ালপুল ভাঙা ঈশ্বর চেতনা থেকে
ধাক্কা মেরে আলো রাক্ষসের হাতে তুলে দেয়
আমার কাছিম বুদ্ধি। সেইসব স্তরে প্রবেশ মূল্য
এখন অনধিকার।

Tuesday, March 27, 2012


২৬ মার্চ ২০১২

১২) আমার সেইসব দিন
থাক না, বিশাল ধনুক ধরে কাজ কি?
আমার আঙুল দুর্বল তাই কাগজ কলম
নির্মম করে ভাঁজে ভাঁজে রাখি মাটি,
শিকড় সমেত বেড়ে ওঠে আমাদের সুখদুঃখের
পুকুর। কেন সে পথ, দু ধারে অকারণ
ভালোলাগা ফেলে রেখে গেলে কোন নিঃসঙ্গতা?
আড়ালে যেও না, নিতে দাও ফুসফুসে
তোমার বেগুনি। জানলা ভাঙা সশব্দে আসে
ভোর, আমি যেন কোথাও পৌঁছতে পারি না,
দীর্ঘছায়ায় কেলিয়ে থাকি।

Tuesday, March 20, 2012


২০ মার্চ ২০১২

১১) আর একটি ফিরে আসা

কন্ঠ তুমি শীত শেষ করে,
ধান চাষীদের সূর্যোদয় হয়ো।
যেখানে হাইওয়ে গোটা রাজ্যকে ফালা ফালা
করে আঁকে ট্রাক, বৃদ্ধ চাকার অনবরত
দাগ, মধ্যগতি রাত, নেশাতুর আয়না।
তর্কের বিনিময়ে কাঁচ নামিয়ে ছিটকে
যায় আগুন, পথে পড়ে থাকে।
এত প্রচুর, এত মুক্ত, দূরে ঘুমিয়ে থাকা
জলরাশি, বয়ে আনে ঘুম, ক্লান্তি
আর একবার শুরু হয় গাছপালা।