Thursday, July 26, 2012

আমার সমস্ত অতীত


২৬ জুলাই ২০১২

৯) আমার সমস্ত অতীত

আমার সমস্ত অতীত -
ধর্ম, রাষ্ট্র ইত্যাদি
উপেক্ষা করলে
নিতান্ত দরিদ্র,
কব্জার ভাঁজে খুলে যায়।

দেখি উড়ো পাখি
বিস্ময়হীন কত
পথচারী ক্লান্ত এভাবে
দাঁড়িয়ে পড়েছে
মৌন তখন খসে পড়ে
চাঁদ কুচি কুচি হয়ে
রাস্তা যেভাবে ভেজেনি।

আমার সমস্ত অতীত -
একটি বাক্যে লিখে ফেলা যেত
যদি তোমায় এড়িয়ে চলতাম।

8 comments:

ব্রততী... said...

অসাধারন - মন ভালো হয়ে গেল :)
"আমার সমস্ত অতীত -
একটি বাক্যে লিখে ফেলা যেত
যদি তোমায় এড়িয়ে চলতাম।"--- এড়িয়ে যাওয়া সম্ভব নয় কিছুতেই - এই সব 'অনুপম' শব্দের চৌম্বক শক্তি :) অনুমতি ছাড়াই ফেসবুকে শেয়ার করলাম ! as i own the imagery, এটুকু তো করতেই পারি!

Aryanil Mukhopadhyay said...

অনুপম, লেখাটা ভালো লাগলো। খুব বড় আকাশ থেকে জুম-ইন করে কবিতা ন্যারো-ফোকাসে চলে এলো।

Unknown said...

Hey,
Could you please tell me how can i see the text that you on blogspot? cos all that i see is boxes!!
Thanks!

Sanchita said...

Mon halo korar jonyo kobitar cheye boro ar kichhu nei.... raasta jebhabe bhejeni...kintu mon to bhijlo... bhalo laglo.

Sanchita said...

Mon halo korar jonyo kobitar cheye boro ar kichhu nei.... raasta jebhabe bhejeni...kintu mon to bhijlo... bhalo laglo.

pritha chakraborty ghosh said...

sotti, 'tum' namok bekti ti ke ariye cholle atit hoyto akta bakkei lekha jto...........

Unknown said...

< bhagyis eriye jaan ni, tahole amader mato jara erate pare ni tader katha k likhto ?? :D b>

ঋজু said...

তোমার অন্য লেখাগুলোৱ মতো এটাও অসাধাৱ ণ