Friday, October 12, 2012

আসলে সাধারণ



৩) আসলে সাধারণ

আমার স্বপ্নে তোমার ভেজা জামা থেকে এক
ফোঁটা দু ফোঁটা গড়িয়ে পড়ে আমার জুতোয়,
ঘুম ভাঙে শুয়ে উড়োজাহাজের ডানায়, দূরে
বরফ অথবা তার চেয়েও ঘন কিছু, আমি
একবার ভাবি প্যারিস, একবার ভাবি টেক্সাস,
আসলে সেটাই বাস্তব যেটা ঘটতে পারত কিন্তু
সেভাবে আমার স্বপ্নগুলো দেখতে গেলে তুমিও
ভয় পাবে। খালি বাক্স, বাক্স খুললে ফাঁকা,
দেখতে ভীষণ ওজন, সব সাজিয়ে রাখা নিচে,
যত নিচে দেখো, তুমি জানলার কাঁচে সাধারণ।

6 comments:

amibratati said...

'Khali bakso, bakso khulle faNka, sab sajiye rakha niche, joto niche dekho, tumi janlar kaNche sadharon'-- ononyo ei govirotaa mugdho kore, mon valo kore dey :) keep creating ... Keep mesmering :)

Unknown said...

Bhalolaglo kobitar chitradhormita ta.....chokher samne bhese uthlo flight er chhotto kancher janala ta.... bairer gadho neel r tar opor thore thore sajano sada..... R Bhalolaglo " asole setai bastab Jeta ghotte parto"......

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
pushan said...

Surrealistic rao bodhoy 'vishon ojon' apato sajia rakha bishoy bostur otole takia dekhe...k jane?

জুয়েইরিযাহ মউ said...

" খালি বাক্স, বাক্স খুললে ফাঁকা,
দেখতে ভীষণ ওজন, সব সাজিয়ে রাখা নিচে,
যত নিচে দেখো, তুমি জানলার কাঁচে সাধারণ।"

বাহ্‌ !!