Monday, December 03, 2012

বীর


২ ডিসেম্বার ২০১২
২) বীর 

কে তুমি ক্ষত?
আমার পক্ষীরাজ ঘোড়া নেই
ডানা আছে, মাঠ আছে,
পাথর তোমার দু হাতে দু মুঠো থাক না।
ভেবো না আবার কোন
দস্যুর হাত থেকে
তোমাদের কথামত
ছিনিয়ে আনবো যাকে
সে কি তার মুক্তি কে চেনে?
তার বয়সের চুল সাদা, আরো সাদা
পুরোনো অনেক তার
কথামত হেঁটে গেছি, ফিরে এসে
আবার ধাক্কা বোকা
পাহাড়ের গায়ে
থেমে থাকি, থিতু হই।

5 comments:

Answer Bot said...

byapok. ;)

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Shuhin Sharmin said...

"...tomader kotha moto dosshur hat theke chiniye anbo ja ke, se ki tar mukti ke chene...."... just got stuck here... superb dada, :)