Sunday, October 06, 2013

ঘর-বাড়ি



৬ অক্টোবার ২০১৩ 

১২) ঘর-বাড়ি 

এখনকার ঘর-বাড়ি
বালির মতো দানা দানা
ছড়িয়ে আছে ...

মেছো বাজার জানে বেহালা তার
সুরে ধরে থাকে
লরি স্টার্ট দেওয়া মোনোটোন
পেট্রল কিংবা ডিজেল।
অনেক ট্রেন যায়
স্টেডিয়াম আলোয়
একপাশে শুয়ে থাকে মাতাল
কোমর থেকে পা পর্যন্ত। 

এখানে ঘর-বাড়ি
আঙুরের মতো গুচ্ছ গুচ্ছ
প্রতিটা ঘরে
দুটি করে টিউব লাইট
একটি করে মানুষ।
মৃদু ঘামে এসি
আংশিক শীত
বারো মাস জানলা বন্ধ,
আমার রাস্তার কুকুর ডাকে
প্যান্ডেলে প্যান্ডেলে।

6 comments:

Unknown said...

বাহ বেশ! :)

Farhana said...
This comment has been removed by the author.
Farhana said...

বেশ বর্ণনা , কিন্তু পয়েন্ট বোধ হয় একটাই ...

Unknown said...

Amar ki6u poem tomay shonanor i6a a6e.janina kobe shonate parbo :-(

Unknown said...

Point hoeto Ekta noy..

Akash Acharya said...

রূপক
সত্রাজিত্ বন্দ্যোপাধ্যায়
লেখতে আমার মদির পূর্ণচ্ছেদ
অর্বাচিনে অবাক শব্দ পাই
মদের নেশায় রাত্রি নির্বিশেষ
সন্মহনে তোমার কাছে যাই..
একঘেয়ে কত চুপচাপ প্রেমিকেরা
ভিড় করে সব আমার হৃদয়ে কত
সবাই তোমার জন্য ভেবেছে খুব
মনের ভিতরে তৈরি হাজারো ক্ষত
রাত্রি ফুরাবে এখন পূর্ণচ্ছেদ
ঘুমিয়ে পরে লাল নীল রূপকথা
বিছানাময় শুকিয়ে গেছে ফুল
সন্মহনে কবির নত মাথা ..