১৯ সেপ্টেম্বর ২০১৫
রেকর্ড ২
ওরা অকারণ ছবি তোলে
বিনোদনের কোন কারণ লাগে না,
মানুষের খুশী থাকা বেড়ে চলেছে
তাই হাসিমুখে ভরা থাক দেওয়াল আমার।
বিনোদনের কোন কারণ লাগে না,
মানুষের খুশী থাকা বেড়ে চলেছে
তাই হাসিমুখে ভরা থাক দেওয়াল আমার।
তাও ধুলোর মতো দুঃখ জমে
রাতে ঘুমোতে যাওয়ার আগে,
শরীরের কোনখানে লেগে আছে
কালশিটের নাম পাল্টালেও ব্যথা কমে না।
রাতে ঘুমোতে যাওয়ার আগে,
শরীরের কোনখানে লেগে আছে
কালশিটের নাম পাল্টালেও ব্যথা কমে না।
No comments:
Post a Comment