৪ মার্চ ২০১২
৭) আমি গাছ পুঁতি
আমি গাছ পুঁতি, আকাশের গা বেয়ে
উঠে গেছ তুমি, পাহাড় পেঁচিয়ে,
কে কোথায় কাটা হাত পায়ে
ছিটিয়ে রয়েছে শহরে, ট্রাম লাইনে, ফ্লাই ওভারে,
পড়ে থাক। আসে যায় হাওয়া, ল্যাম্পপোস্ট
সাঁই সাঁই সরে যায়, দ্রুত পাক খায় রাত্তির,
আলোতে তছনছ হয় ফুটপাথ, চাকা উঠে যায়
মৃত কবিদের দেহে। চাঁদ ঢাকে শরীর
আর চুল মেলে দেয় পরীরা,
আদরে মেঘের কাছাকাছি।
উঠে গেছ তুমি, পাহাড় পেঁচিয়ে,
কে কোথায় কাটা হাত পায়ে
ছিটিয়ে রয়েছে শহরে, ট্রাম লাইনে, ফ্লাই ওভারে,
পড়ে থাক। আসে যায় হাওয়া, ল্যাম্পপোস্ট
সাঁই সাঁই সরে যায়, দ্রুত পাক খায় রাত্তির,
আলোতে তছনছ হয় ফুটপাথ, চাকা উঠে যায়
মৃত কবিদের দেহে। চাঁদ ঢাকে শরীর
আর চুল মেলে দেয় পরীরা,
আদরে মেঘের কাছাকাছি।
অনুপম রায়
2 comments:
ami ektai jinis bujhi naa tumi engineering ta keno korle ... :O tumi eto vaalo gan lekho
karon tokhon ami ekhon-er theke-o kharap likhtam - kichhu to ekta hoy ;)
Post a Comment