Monday, March 19, 2012


১৮ মার্চ ২০১২

১০) মার্কেট
আমি বিক্রি হই একদিন,
সবুজের শেষে, গড়িয়ে পড়তে গিয়ে,
এগিয়ে আসে গ্রহ তারা, সেই বিস্তারে
এক ক্ষমাহীন সূর্যের প্রেতভূমি -
আমাকে বেচে দেয়। উঠে যাই অন্য স্তরে,
জমি জল প্রস্তর খন্ডে আলাদা হয়ে ছিলাম।
আমি চাইলেও কেউ পৌঁছে দেয় না,
আমার হাঁটা চলায়। থাক না, যখন
প্রতিটা গাছে মাসের হিসেব রাখবে কলমে,
রাক্ষসে আগুনের, তখন না হয় আবার
এ বাজারে বেচে দেবে আমায়।

2 comments:

amibratati said...

khub valo....
ei market e tumi i shylock....tumi i antonio....aar tumi i portia in disguise !!

Anupam Roy said...

shylock hole apotti nei :)