২০ মার্চ ২০১২
১১) আর একটি ফিরে আসা
কন্ঠ তুমি শীত শেষ করে,
ধান চাষীদের সূর্যোদয় হয়ো।
যেখানে হাইওয়ে গোটা রাজ্যকে ফালা ফালা
করে আঁকে ট্রাক, বৃদ্ধ চাকার অনবরত
দাগ, মধ্যগতি রাত, নেশাতুর আয়না।
তর্কের বিনিময়ে কাঁচ নামিয়ে ছিটকে
যায় আগুন, পথে পড়ে থাকে।
এত প্রচুর, এত মুক্ত, দূরে ঘুমিয়ে থাকা
জলরাশি, বয়ে আনে ঘুম, ক্লান্তি
আর একবার শুরু হয় গাছপালা।
ধান চাষীদের সূর্যোদয় হয়ো।
যেখানে হাইওয়ে গোটা রাজ্যকে ফালা ফালা
করে আঁকে ট্রাক, বৃদ্ধ চাকার অনবরত
দাগ, মধ্যগতি রাত, নেশাতুর আয়না।
তর্কের বিনিময়ে কাঁচ নামিয়ে ছিটকে
যায় আগুন, পথে পড়ে থাকে।
এত প্রচুর, এত মুক্ত, দূরে ঘুমিয়ে থাকা
জলরাশি, বয়ে আনে ঘুম, ক্লান্তি
আর একবার শুরু হয় গাছপালা।
3 comments:
valoi hoeche..
Just asdharon.....
Just Asadharon...
Post a Comment