Tuesday, March 27, 2012


২৬ মার্চ ২০১২

১২) আমার সেইসব দিন
থাক না, বিশাল ধনুক ধরে কাজ কি?
আমার আঙুল দুর্বল তাই কাগজ কলম
নির্মম করে ভাঁজে ভাঁজে রাখি মাটি,
শিকড় সমেত বেড়ে ওঠে আমাদের সুখদুঃখের
পুকুর। কেন সে পথ, দু ধারে অকারণ
ভালোলাগা ফেলে রেখে গেলে কোন নিঃসঙ্গতা?
আড়ালে যেও না, নিতে দাও ফুসফুসে
তোমার বেগুনি। জানলা ভাঙা সশব্দে আসে
ভোর, আমি যেন কোথাও পৌঁছতে পারি না,
দীর্ঘছায়ায় কেলিয়ে থাকি।

1 comment:

Sanchita said...

Onekdin pore elam, aasata sotti sarthok holo...phusphuse nite dilam sotej batas... dhonyobaad...