১১ এপ্রিল ২০১২
১৩) আমার সেইসব স্তর
আমি কে এবং আমরা কারা?
আমার মেঘের কাছাকাছি উড়ে আসে,
সংক্ষেপে মিলিয়ে যাওয়া চওড়া রাস্তার মৃত্যু।
যতভাবে নিঃশ্বাস নেওয়া যায়, পাহাড়ে অথবা
আরো বরফে, তারও বেশি অভাবে গরীব
ফুসফুসে আসা যাওয়া ফুরিয়ে আসে, চুমুকে।
আধখানা উড়ালপুল ভাঙা ঈশ্বর চেতনা থেকে
ধাক্কা মেরে আলো রাক্ষসের হাতে তুলে দেয়
আমার কাছিম বুদ্ধি। সেইসব স্তরে প্রবেশ মূল্য
এখন অনধিকার।
আমার মেঘের কাছাকাছি উড়ে আসে,
সংক্ষেপে মিলিয়ে যাওয়া চওড়া রাস্তার মৃত্যু।
যতভাবে নিঃশ্বাস নেওয়া যায়, পাহাড়ে অথবা
আরো বরফে, তারও বেশি অভাবে গরীব
ফুসফুসে আসা যাওয়া ফুরিয়ে আসে, চুমুকে।
আধখানা উড়ালপুল ভাঙা ঈশ্বর চেতনা থেকে
ধাক্কা মেরে আলো রাক্ষসের হাতে তুলে দেয়
আমার কাছিম বুদ্ধি। সেইসব স্তরে প্রবেশ মূল্য
এখন অনধিকার।
1 comment:
Ei kobitar namkawron hoy ni keno??... ar, tumi iswar-e biswas kawro?
Amar blog ta ekbar dekho, please.
___ Uttoran
Post a Comment