Saturday, May 12, 2012


১২ মে ২০১২

১৫) ফুরিয়ে গিয়েও
যতটা পালটে যাই, ততটাই একঘেয়ে লাগে
এই আদল, এই চাবুকের মত সোজা।

১৬) নষ্ট
বিশেষ্য ছাড়া সব বিশেষণ-ই অপদার্থ তাই তুলনার আগে পাত্র অথবা প্রোডাক্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উত্থাপন করবেন। সংখ্যালঘু বিশেষণ নষ্ট করবেন না।

2 comments:

Ajana Nam said...

“ ফুরিয়ে গিয়েও
যতটা পালটে যাই, ততটাই একঘেয়ে লাগে
এই আদল, এই চাবুকের মত সোজা”

এ জানো রবীন্দ্রনাথ এর ভাষায়ে “শেষ হয়েও হইলো না শেষ”
আসলে আমরা এই সুপার ফাস্ট জীবনের সাথে এতটাই নিজেকে মিশিয়ে ফেলেছি যে ছোট ছোট পরিবর্তন গুলো আমাদের এক ঘেয়ে লাগে।

pushan said...

Tulonar age 'product' r bichar ar juktakhorer jotilota jano mile mishe akakar hoe gache! Somoy r nagpashe jotilotar komorbondhoni brittakar dekhaleo ashole ta rekhakar e!
'Noshto' oshadharon onuvuti ane day...sei purono chonder 'purushali kobitar' gondho lege ache ate.....