Saturday, May 12, 2012

উড়োজাহাজ ১,২,৩


সামান্য অথবা আর একটু সিরিজ

১২ মে ২০১২

১) উড়োজাহাজ ১
আমাকে মুক্ত
প্রতিটি পাশ ফেরা
শব্দ, পালটায় ডানা, মহাদেশ -
ব্ল্যাক সী, মুখোমুখি ইউকরেন।
তুমিও পেলে না
ভাগ করে নেওয়া দুপুর -
যাও গান গাও
শহরের সূচনা।
দীর্ঘ ঘুম নামে,
বুকে এসো,
বৃহৎ কিন্তু এত দূরে
আমি মৃত।

২) উড়োজাহাজ ২
অসংখ্য মাছরাঙা
দল বাঁধে
রেলিঙে, বসার ঘরে।
একদিন যেন দেওয়াল
উড়িয়ে নেবে
সূর্যের পরাজিত রঙ।
সারাদিন তাকিয়ে থাকতে পারি
তোমার কানের কাছে -
যে গন্ধে ঝরে সময়
অথবা প্রতি চুম্বনে
বাড়ে আয়ু।
ঘরময় পালক
আর স্নেহ খোঁজে ছায়া
তাই ...

৩) উড়োজাহাজ ৩
প্রমেনাড
যুক্তির পাশাপাশি।
কি ভীষণ
উড়োপাথরের, মেঘরাশি।
অবধারিত,
গাঢ় হয় স্মৃতিতে
অবিবেচক সৈনিক।
বিভিন্ন দ্বিধায়
লাজুক,
নিয়ন্ত্রণহীন লক্ষাধিক
পাথরের বনবন
ঘিরে ধরে
মাঝপথে।

2 comments:

Priyadarshi said...

chorom !! last r dik ta bujhini !! :(

paps said...

Anupamda Kobita ta Khub valo hoyeche.. tumi ki kindly ektu bolte parbe, hemlock society er music kobe release hobe?