সামান্য অথবা আর একটু সিরিজ
১২ মে ২০১২
১) উড়োজাহাজ ১
আমাকে মুক্ত
প্রতিটি পাশ ফেরা
শব্দ, পালটায় ডানা, মহাদেশ -
ব্ল্যাক সী, মুখোমুখি ইউকরেন।
তুমিও পেলে না
ভাগ করে নেওয়া দুপুর -
যাও গান গাও
শহরের সূচনা।
দীর্ঘ ঘুম নামে,
বুকে এসো,
বৃহৎ কিন্তু এত দূরে
আমি মৃত।
প্রতিটি পাশ ফেরা
শব্দ, পালটায় ডানা, মহাদেশ -
ব্ল্যাক সী, মুখোমুখি ইউকরেন।
তুমিও পেলে না
ভাগ করে নেওয়া দুপুর -
যাও গান গাও
শহরের সূচনা।
দীর্ঘ ঘুম নামে,
বুকে এসো,
বৃহৎ কিন্তু এত দূরে
আমি মৃত।
২) উড়োজাহাজ ২
অসংখ্য মাছরাঙা
দল বাঁধে
রেলিঙে, বসার ঘরে।
একদিন যেন দেওয়াল
উড়িয়ে নেবে
সূর্যের পরাজিত রঙ।
সারাদিন তাকিয়ে থাকতে পারি
তোমার কানের কাছে -
যে গন্ধে ঝরে সময়
অথবা প্রতি চুম্বনে
বাড়ে আয়ু।
ঘরময় পালক
আর স্নেহ খোঁজে ছায়া
তাই ...
দল বাঁধে
রেলিঙে, বসার ঘরে।
একদিন যেন দেওয়াল
উড়িয়ে নেবে
সূর্যের পরাজিত রঙ।
সারাদিন তাকিয়ে থাকতে পারি
তোমার কানের কাছে -
যে গন্ধে ঝরে সময়
অথবা প্রতি চুম্বনে
বাড়ে আয়ু।
ঘরময় পালক
আর স্নেহ খোঁজে ছায়া
তাই ...
৩) উড়োজাহাজ ৩
প্রমেনাড
যুক্তির পাশাপাশি।
কি ভীষণ
উড়োপাথরের, মেঘরাশি।
অবধারিত,
গাঢ় হয় স্মৃতিতে
অবিবেচক সৈনিক।
বিভিন্ন দ্বিধায়
লাজুক,
নিয়ন্ত্রণহীন লক্ষাধিক
পাথরের বনবন
ঘিরে ধরে
মাঝপথে।
যুক্তির পাশাপাশি।
কি ভীষণ
উড়োপাথরের, মেঘরাশি।
অবধারিত,
গাঢ় হয় স্মৃতিতে
অবিবেচক সৈনিক।
বিভিন্ন দ্বিধায়
লাজুক,
নিয়ন্ত্রণহীন লক্ষাধিক
পাথরের বনবন
ঘিরে ধরে
মাঝপথে।
2 comments:
chorom !! last r dik ta bujhini !! :(
Anupamda Kobita ta Khub valo hoyeche.. tumi ki kindly ektu bolte parbe, hemlock society er music kobe release hobe?
Post a Comment