৭ জুলাই ২০১২
৩) যেগুলো মিথ্যে
যে চিঠি তোমার লেখা
কোনদিন সকালে কাঁদায়
সত্যি তোমায় ভালোবেসে
কিছু চাই নি,
তবু তারিখের কথা
বাজারের পথে হারিয়ে
গিয়েও উড়ে উড়ে আসে,
গায়ে চার ফোঁটা
ভিজিনি তখনও তুমি
তো বলোনি ফিরবে,
তাই রোজ বেলা হলে
বাড়ির বাইরে তালা
মেরে আমি লিখে রাখি
কেউ থাকে না এখানে,
কোনদিন কেউ ছিল না।
কোনদিন সকালে কাঁদায়
সত্যি তোমায় ভালোবেসে
কিছু চাই নি,
তবু তারিখের কথা
বাজারের পথে হারিয়ে
গিয়েও উড়ে উড়ে আসে,
গায়ে চার ফোঁটা
ভিজিনি তখনও তুমি
তো বলোনি ফিরবে,
তাই রোজ বেলা হলে
বাড়ির বাইরে তালা
মেরে আমি লিখে রাখি
কেউ থাকে না এখানে,
কোনদিন কেউ ছিল না।
12 comments:
sokale lekha tomar kobita kadaye pathak der / meghla din tai ki bharakranta mon
ja likhi kom hobe , ki likhi tomaye...
দারুন
দারুন
Uff!...byapok. Protyekta kobita eto sundor bhabe shesh koro... kichhu bolar nei. :)
thanku everyone :)
অসম্ভব ভালো লাগা ... আর তাই শব্দ বাড়ন্ত !!! স্লিপার ক্লাস নিষ্প্রয়োজন !! এই লাইন ক'টির জন্য আমি দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে পারি, বসতে ও চাইবনা !!!
কিছু সাংকেতিক ক্রমজায়মান শব্দের মিলিত সম্মেলন 'ঠিকানা' নামক স্থিরচিধত্রবৎ বিষয়টিকে জনপদের চিন্হিতকরণে লাগে। পত্রপ্রেরকে কাছে চীরকাল ই ঠিকানার আলাদা মর্যাদা...বিশেষতঃ যে চিঠি সকল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের জটিলতার অনেক অনেক উর্ধে..যুক্তাক্ষরের অনুশাষণের বাইরে।
যেখানে চিঠির সব অক্ষর ধুয়ে যায়............অসাধারণ চিন্তাশৈলীর উপস্থাপনা...আর কিছু বলা মানে বাতুলতা।
'তারিখের কথা
বাজারের পথে হারিয়ে' ki apurbo namaniyota,, othocho savabik......
'রোজ বেলা হলে ' abar ek raat ke kachhe daki/pechhone fire/Tomai daki....... chhilo ''যেগুলো মিথ্যে'' ... Ami shudhumatro eta dekhalam je Apnar Kabitar safollo Kabitar shese noi , protita line er shese.........
'সত্যি তোমায় ভালোবেসে' aaro kichhu cheye jai!.
ashonkhyo dhanyabad :) eto khutiye je kobita gulo pora hochhe, ami bhishon khushi.
loved it :)<3
তাই রোজ বেলা হলে
বাড়ির বাইরে তালা
মেরে আমি লিখে রাখি
কেউ থাকে না এখানে,
কোনদিন কেউ ছিল না....অসাধারণ
Post a Comment