২৪ জুলাই ২০১২
৭) সামনের দিকে সোজা
এখনো রোদ আসে দেবদারু বেয়ে
ধরতে পারে নি,
মৃত্যুর মত স্বাভাবিক
কত খোলস জমেছে প্রান্তর।
সেই গোলাকার শৈশব
কবে কাটা গেছে গাছ
নিয়মের কাছে ধরা পড়ে
কিছু থিকথিকে কালো কাঁচা চুল।
হোঁচট খাওয়ার কথা ছিল
যেন দুলতে গিয়েও কাটছে,
যেন জন্মাতে চাই নি
কোন একাধিক সূর্যের
পরস্পর সভ্যতার এই মহাদেশ,
সব কেড়ে নিয়ে,
আয়না দেখিয়ে,
ফিরে যেতে বলা হয়
যেখানে আদৌ কখনো ছিলাম না।
ধরতে পারে নি,
মৃত্যুর মত স্বাভাবিক
কত খোলস জমেছে প্রান্তর।
সেই গোলাকার শৈশব
কবে কাটা গেছে গাছ
নিয়মের কাছে ধরা পড়ে
কিছু থিকথিকে কালো কাঁচা চুল।
হোঁচট খাওয়ার কথা ছিল
যেন দুলতে গিয়েও কাটছে,
যেন জন্মাতে চাই নি
কোন একাধিক সূর্যের
পরস্পর সভ্যতার এই মহাদেশ,
সব কেড়ে নিয়ে,
আয়না দেখিয়ে,
ফিরে যেতে বলা হয়
যেখানে আদৌ কখনো ছিলাম না।
2 comments:
" সামনের দিকে সোজা
এখনো রোদ আসে দেবদারু বেয়ে
ধরতে পারে নি,
মৃত্যুর মত স্বাভাবিক
কত খোলস জমেছে প্রান্তর।"... চেনা 'অনুপম' শব্দেরা আবার !! ভীষণ ভীষণ ভালো লাগলো !
" সব কেড়ে নিয়ে,
আয়না দেখিয়ে,
ফিরে যেতে বলা হয়
যেখানে আদৌ কখনো ছিলাম না।" -- অসাধারন !!
খুব ঘন লেখা। মাত্র কটা পংক্তিতে কতোগুলো ভাবনার জায়গা হলো! ব্রাভো ব্রাদার!
Post a Comment