৬) ট্রাফিক
কে যেন দ্রুতবেগে,
খবরে সবই গুল,
আসলে নুড়িচাপা
ঘটনা একাধিক।
তবুও বায়বীয়
ক্ষতি কি শহরের?
এহেন ট্রাফিকের
হাসিতে ধরে না।
অথচ গাড়িতে
যে আলো তীব্র,
পেয়াদা ভীত খুব
দারোগা মোছে গোঁফ।
জেব্রা দাগগুলো
শয়নে গোনে পা
পেরোতে লাগে ভয়
সবুজে মরে যাই।
খবরে সবই গুল,
আসলে নুড়িচাপা
ঘটনা একাধিক।
তবুও বায়বীয়
ক্ষতি কি শহরের?
এহেন ট্রাফিকের
হাসিতে ধরে না।
অথচ গাড়িতে
যে আলো তীব্র,
পেয়াদা ভীত খুব
দারোগা মোছে গোঁফ।
জেব্রা দাগগুলো
শয়নে গোনে পা
পেরোতে লাগে ভয়
সবুজে মরে যাই।
1 comment:
'সবুজে মরে যাই' full of astonishment :-O :-O :-O...
'ট্রাফিক' to atke gelo :-) ...
'পেয়াদা' 'দারগা' kaajer kaaj ta na kore akristo korchhe dekhe valo laglo...
Jai hok "ট্রাফিক" mene nilam sohasse!.
Post a Comment