তবে নতুন
৬ জানুয়ারি ২০১৩
১) আমাকে বৃষ্টি
আমাকে বৃষ্টি দিলে, ভ্রমণ দিলে না।
যেদিকে যাই,
সেখানে প্রলাপের অসমান ঋতুজ্বর নামে।
যেদিকে যাই,
সেখানে প্রলাপের অসমান ঋতুজ্বর নামে।
ইদানীং দীর্ঘ তরঙ্গ যে গতিতে আসে
আর যে ওজনে ফিরে যায়,
যতবার ভাঙে সেই পাথরের নির্দেশে,
সেই হিংস্র সময়ের বালি।
ডাকঘর খালি হয়,
সেখানে থাকার কথা ছিল।
আর যে ওজনে ফিরে যায়,
যতবার ভাঙে সেই পাথরের নির্দেশে,
সেই হিংস্র সময়ের বালি।
ডাকঘর খালি হয়,
সেখানে থাকার কথা ছিল।
বিভিন্ন স্টেশন নোটবুকে উঠে আসে,
সুপুরি গাছ আরো রোগা হয়,
সদ্য পেনসিলে, এই কাগজের
যতটুকু পড়ে ফেলা যেত।
বারণ করা সত্ত্বেও, আমার প্রেত
আমি এখানেই ভিজি।
সুপুরি গাছ আরো রোগা হয়,
সদ্য পেনসিলে, এই কাগজের
যতটুকু পড়ে ফেলা যেত।
বারণ করা সত্ত্বেও, আমার প্রেত
আমি এখানেই ভিজি।
4 comments:
ভাল লাগল অনুপমদা........
যা আমি আজ সারা সন্ধ্যা রাত ভেবেও লিখতে পারিনি , কেবলি ভেবেছি '' পাখি তো খাঁচাতেই ছিল তবু কেন তার ডানা দেওয়া হল কেটে ...'' ---তা আবারও অনুপম ভাবেই অনুপম লিখলেন ... ভাষাবিহীন ধন্যবাদ আর কৃতজ্ঞতাকে অতিক্রম করে যদি কোন শুভ নির্মল ভাব থাকে তবে তাই হোক
যা আমি আজ সারা সন্ধ্যা রাত ভেবেও লিখতে পারিনি , কেবলি ভেবেছি '' পাখি তো খাঁচাতেই ছিল তবু কেন তার ডানা দেওয়া হল কেটে ...'' ---তা আবারও অনুপম ভাবেই অনুপম লিখলেন ... ভাষাবিহীন ধন্যবাদ আর কৃতজ্ঞতাকে অতিক্রম করে যদি কোন শুভ নির্মল ভাব থাকে তবে তাই হোক
Notun Sobdera ki 'tobe notun' ar arale mukh dhaklo?
Post a Comment