Tuesday, September 20, 2011


২১ সেপ্টেম্বর ২০১১
৯) বিশ্ব (১)
রাখো তোমার চোখ আমার চোখের নিচে। তোমার লেগে থাকা দূরদর্শিতায় আমি আমার দেহ রাখি। আমাদের হাজার হাজার ফিলামেন্ট জ্বলে ওঠে এক সমুদ্র আলো তাই আমাদের শয্যা ধুয়ে দেয়। সেখানে জন্ম দাও তুমি আমার ভেতরে এক বিশাল পৃথিবী যেখানে এক তৃতীয়াংশ তুমি আর বাকিটা তোমার কন্সেপ্ট। 
অনুপম রায়

7 comments:

Sanchita said...

Asadharon Anupam... sei bhalolagai bhore gelo...

Anupam Roy said...

thanks sanchita, apni ekhono poren dekhe bhalo laglo :)

Sanchita said...

Anupam na pore thaki ki kore?

সব্যসাচী সান্যাল said...

এক সমুদ্র আলো -- একটু বেগড়বাই করছে -- আমার কানের দোষ আছে যদিও । ভালো লাগছে কবিতা ।

সব্যসাচী সান্যাল said...

...এক বিশাল পৃথিবী যেখানে এক তৃতীয়াংশ তুমি আর বাকিটা তোমার কন্সেপ্ট।

তোর এই লাইনটা আমায় বেশ কিছুদিন ধয়ে ঝিলিয়ে রেখেছে... না ওই পৃথিবীর তিন ভাগ জল... হিউমার-এর জন্য নয়... জাস্ট -- এইটা নিয়ে যে যে কোন বস্তুর ফিসিক্যালিটির থেকেও তার ধারণা কত বেশী ব্যাপ্ত, কত সম্ভাবনাময় ।

"যতটা তোমাকে পেতে চাই
তারো অনেকটা বেশী পেতে চাই না
তোমার চেয়েও বেশী ঘিরে থাকে
তোমার ধারণা"

এই একটা লাইন নিয়ে কী তোর কাছে একটা গান পেতে পারি না ?

রাগ করলি ? করিস না ।

Anupam Roy said...

ki je bolo - tomar opor raag ami konodin korte parbo na - line-ta bhalo :)

Birdie said...

concept e to beche thake, r oi bachie rakhata kei dhorte chai amra srostar ek tritiyangsho die :)

bhalo laglo lekhata.