Friday, May 18, 2012

শামুক মৃত্যু


১৮ মে ২০১২
৪) শামুক মৃত্যু

ছাড়িয়ে নিয়ো
স্তব্ধতা,
কিছুটা অন্য চরিত্র।
স্মৃতি অথবা
পায়ের ছাপ
সবই
বানানো,
কলমে, পেরেকে, ব্যথায়।
শামুক মৃত্যু
নরম,
চিবিয়ে যাওয়া
দিন রাত -
ভবিষ্যৎ সামুদ্রিক,
ভেজা এবং
শহরের বাইরে।

3 comments:

pushan said...

Protidin koto sohorso 'norom' bilupto hoe jachhe ei sohor theke...vije ghasher pelobota hoe uthche olik r sokto kalo rastar uposthiti jano chorom bastobota k 'mohir pode ashin' korche...

pushan said...

Protidin koto sohorso 'norom' bilupto hoe jachhe ei sohor theke...vije ghasher pelobota hoe uthche olik r sokto kalo rastar uposthiti jano chorom bastobota k 'mohir pode ashin' korche...

Shuhin Sharmin said...

কবিতাটা পড়ে একটা প্রশ্ন এল মাথায়, যদি জানতে চাওয়া হয় কোনটা হতে চাইবে তুমি, সমুদ্র নাকি পাহাড়?