Tuesday, July 03, 2012

লাফিয়ে খেলা


২ জুলাই ২০১২

৮) লাফিয়ে খেলো (১)
যদিও ভাঙা ভাঙা
তবে গুঁড়ো হয়।
এ ভাষা বিনিময়
ফুরিয়ে আসে
কুচো স্মৃতি সাঁতার
ও বেলা সে বেলা,
যে পাড়া
তোমাদের গলিতে
এক চোখ
অন্য দোকানে
নিরীহ গাড়ি
চাপা
রাগে ও প্রভৃতি
ছাপোষা সংলাপে
লাফিয়ে খেলো তুমি
আমিও তাড়াহুড়ো।

৯) লাফিয়ে খেলো (২)
দেবতা আহ্বানে,
নিকটে ক্ষতিহীন,
কখনো অনায়াসে,
কিভাবে গতি তার?
আমারও তারা জমে,
অথবা দেহ জল,
আঙুলে কত কথা,
পকেটে নিশাচর।
তুমিও ছিলে দিন,
পেয়ারা গাছ তাই,
পুকুরে ছায়া চায়,
ঝুড়িতে ফেলা ঘুম,
দু মুঠো রাস্তায়,
কাঁচাতে দুটি হাত,
ফিরিয়ে পাখিদল,
তখনো নিরাকাশ।
যে ঘরে বোনে রঙ,
আকুতি ভয়ানক,
ঘটনা অবিকল,
ছোঁয়াচে কলমে।

১০) লাফিয়ে খেলা (৩)
যে কোন খয়েরি,
নিরীহ নয়,
বিপদে পিছনে,
আসলে ভুল,
আলাপে গোলাপি,
প্রলাপে ছয়,
বেসুরো প্রেম ভাসে,
মরেনি কেউ,
বখাটে প্রতি মোড়ে,
সেখানে লোম,
তফাতে উঁকি দেয়,
বিলিতি খাম,
বালিতে মাখামাখি,
বিছানা নুন,
শয়নে দ্রুত বেগে,
সবুজে ঘা,
যতই কানাঘুষো,
বেপরোয়া,
মাখনে ছুরি কাঁটা,
ঘড়িতে দম।

1 comment:

pushan said...

Jiboner 'songlap' gulo te sotti akek somoy 'Chaposha' r chironton ar bivajon rekha tana khub e sokto...
Modhyobitto r doinondin jiboner uposthiti alada sakhyo bohon kore ei kobitar sobdogulor modhe.......
Kobir kache akta proshno ache...ei pathok sei 'purushali' metaphoric kobitar vokto...sei kobitagulo ki fire ashbe na?