Sunday, February 10, 2013

লেখারা



৩) লেখারা

শুনলাম কিছু লেখা খসে গেছে
দোতলা থেকে বারান্দার মতো,
ফুঁপিয়ে কাঁদিনি কতদিন?

না জানিয়ে তুমি
বিছানা ছেড়ে উঠে গেছ
এই জলটুকু ছাড়া তুমি ডিঙিয়েছ
অবাক সকাল তার
চোখ খুলে ভাবে কেন খুলল?

আমার ভিতরে আসা
ধূপকাঠি পোড়ে, ছোঁড়ে আহতের লাল,
শুয়ে থাকি, প্রবাদ বাক্যে
সার্থক হয় আমার ভবিষ্যৎ,
আমার লেখারা বেছে নেয় পুকুরের জল।

4 comments:

Farhana said...

যে ছেড়ে চলে যায় , সে যাওয়াতে তার সাথে যুক্ত কথাগুলো পড়ে খসে ...আমার চোখের জল অন্তরজ্বালা কোনটাই তোমার গতিরোধ করতে পারেনি ...
চমৎকার হয়েছে ...

Shuhin Sharmin said...

ঠিক এমনই লাগে হয়তো, সামনে ওঁত পেতে থাকা ভবিষ্যৎ আর পেছনে ধেয়ে আসা সৃতির দল... মাঝখানে অসহায় আমরা... আর লেখারা স্থান পায় এঁদো পুকুরে...
খুব সত্যি বলেছ দাদা...

Abhishek said...

Hassyokar



Ghore ghore lal -baati jole/ tabuyoo bokara prem khuje more/ duniyaar dhulo-makha carpet / geye jayo Poribesh bachayo gaan/ age chilo khata-kolom, akhn vase data / r dam dei unnyayon..................Baki tuku apatato tola thak..

pushan said...

'I was staring straight into the shining sun...' janina probad bakye adou 'vobishyot sarthok' kotota hoy...tobe jamar astin theke sriti jhere felar jonno surjer dike takia thaka e valo...pink floyd chokher jol aral korar sob theke valo koushal sikhie die gachen!