Wednesday, February 27, 2013

এত কথা/এত কী?২৭ ফেব্রুয়ারি ২০১৩

৪) এত কথা/এত কী?

কিছুই বলে না শোনার মত
তাহলে তোমাদের দেরী আছে
আপাতত শুধু শুনে যাও
যদিও আমার কিছু বলার নেই।

এই তার, এই পেঁচানো দড়ির মতো
শুয়ে আছে কত সঙ্গিহীন
ডাকবে বলেছে
শূন্যস্থানে দুটো নিরীহ ছায়া
অবাক অথবা জিভ নেই
তাই নির্বাক,
ডাকলে ডাকতেই পারো।

আমার চোখের কোটরে
অনেক অন্ধকার, কালো পিচ
সেগুলো গরমে গলে গলে
ফুরিয়ে এসেছে কথার মতই।

1 comment:

Farhana Shahid said...

আর কত চোখ গলবে অব্যক্তের আগুনে , আরও কত কথা না বলায় ফুরবে ...
যে ব্যস্ত সে চলে যায় , প্যাঁচানো দড়ির মত আমি তার গতিরোধ করি না ...
সাপের বিষ আগুনে ভাঙে , সীসার কালো ধোঁয়া ফুঁসিয়ে ওঠে
আমার পোকা খাওয়া এই ফুসফুস ...