Sunday, June 30, 2013

আলোর সাপ



২৫ মে ২০১৩

১) আলোর সাপ  

এই ক্ষুধার্ত পৃথিবীর কাছে
আলো নামে সাপের মতো।

স্বাদ পায়
জিভে আসে অনেক পরামর্শ
দানা দানা হয়ে,
থুঃ করে ফেলে দিলে সেগুলো
ওখানেই পড়ে থাকে,
ওখানেই বড় হয়।

একদিন সাপ নিভে যাবে,
আলোগুলো টুকরো টুকরো হয়ে
ওদের সাথে গড়াগড়ি খাবে।  

1 comment:

Farhana said...

একদিন সাপ নিভে যাবে,
আলোগুলো টুকরো টুকরো হয়ে
ওদের সাথে গড়াগড়ি খাবে।
চমৎকার সুন্দর :)