Sunday, June 30, 2013

সভাকবি



৩০ জুন ২০১৩

৩) সভাকবি

আমার বিশাল রাজধানী
গোলাপ কিংবা গোলাপি
রাস্তার দুপাশে গরীব রাজাকে
কবিতা পড়ে শোনায়।

কাল আবার আসবে
এলোপথ দিয়ে পাথর কুড়িয়ে
ছুঁড়ে দেবে সিংহাসনে
গানের মতন কিছু একটা।

রবিবার রাজা কবিতা
শোনেন না তাই
মুকুট রাখা থাকবে
বিশ্রাম, আরও বিশ্রাম।
 
কবিতা থেকে বিশ্রাম নেবে
রাজ্য, ফুলের কাছে
বিশ্রাম নেবে রাজ্য আর
নিশাচর ভেবে আবার
পাথর ছুঁড়বে প্রজারা
আমাকে লক্ষ্য করে।

1 comment:

Unknown said...

বাহ!