Saturday, September 19, 2015

রেকর্ড ১



৭ সেপ্টেম্বর ২০১৫

রেকর্ড ১ 

হাল্কা সাদা আলোয়
রেকর্ড করে রাখা সব
অপ্রয়োজনীয় মনে হয় মৃত্যুর কাছে,
জীবনের কাছে অকারণ সময়
জমিয়ে রাখা মেঘে মেঘে
ঢেকে যায় এ পৃথিবীর আকাশ
আর হাঁসফাঁস করে ওঠে ট্রাফিক
আইন মানা সাধারণ।

এই সব মামুলি মেমরি মাখিয়ে
নস্ট্যালজিয়া ল্যাজ নাড়ে প্রত্যেক মেশিনে
আর মেঘ ফেটে যায় তাই
সেলোটেপ, পাসওয়ার্ড হারিয়ে গিয়েও
ফিরে আসে আবার সামনে চলা
সময়-কে ধোঁকা দিয়ে পিছনে হাঁটবে বলে,
ইতিহাস দানাদানা বালিশে ছড়িয়ে রেখে
একমনে তুমি কেঁদো।

যা কিছু ফিরবে না,
তার জন্যই তুমি বাঁচো,
তাতেই শান্তি।
এখন তো চলে গেছে, রেকর্ড করে রেখেছ
আগামীতে দেখবে বলে।

9 comments:

আহত পাখি said...

হু তাতেই শান্তি ।

Unknown said...

অসাধারণ

Unknown said...

অসাধারণ

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Besh valo

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Acha proti ta Lekha r last e je G+1 option ta ache seta ki "like" r option?

Unknown said...

Acha proti ta Lekha r last e je G+1 option ta ache seta ki "like" r option?

Pink Floyd said...

I want to be a blogger at alternative Bangla print, how is that possible?