২৫ মে ২০১৫
অবস্থান
কে কোথায় অবস্থান করে
প্রত্যেকটি রাতের আকাশে সবাই চিনে রাখে।
তবে সব সময় বোঝা যায় না
আমরা কার সঙ্গে কথা বলছি।
প্রত্যেকটি রাতের আকাশে সবাই চিনে রাখে।
তবে সব সময় বোঝা যায় না
আমরা কার সঙ্গে কথা বলছি।
তাই খড়কুটোর দিনে আমাকে বলতে দিয়ো,
নদীর ওজন আমায় মাপতে দিয়ো,
থাকতে দিয়ো তোমার কাছাকাছি,
খোলা পিঠ আর উজ্জ্বল কিছু বিজলিবাতির তারে।
নদীর ওজন আমায় মাপতে দিয়ো,
থাকতে দিয়ো তোমার কাছাকাছি,
খোলা পিঠ আর উজ্জ্বল কিছু বিজলিবাতির তারে।
তারপর বারবার আমি
অনেক দূরে তাকিয়ে থাকি,
সমুদ্র কিংবা আকাশের নীলে,
তিলে তিলে বাড়ে ঢেউ-এর মতো
মানুষের কাটা মাথা, ভেসে আসে।
অনেক দূরে তাকিয়ে থাকি,
সমুদ্র কিংবা আকাশের নীলে,
তিলে তিলে বাড়ে ঢেউ-এর মতো
মানুষের কাটা মাথা, ভেসে আসে।
সবার চোখের সামনে যাকে মারতে পারোনি
তাকে গোপনেই খাতা পেনসিলে মেরো।
তাকে গোপনেই খাতা পেনসিলে মেরো।