২৫ মে ২০১৩
১) আলোর সাপ
এই ক্ষুধার্ত পৃথিবীর কাছে
আলো নামে সাপের মতো।
আলো নামে সাপের মতো।
স্বাদ পায়
জিভে আসে অনেক পরামর্শ
দানা দানা হয়ে,
থুঃ করে ফেলে দিলে সেগুলো
ওখানেই পড়ে থাকে,
ওখানেই বড় হয়।
জিভে আসে অনেক পরামর্শ
দানা দানা হয়ে,
থুঃ করে ফেলে দিলে সেগুলো
ওখানেই পড়ে থাকে,
ওখানেই বড় হয়।
একদিন সাপ নিভে যাবে,
আলোগুলো টুকরো টুকরো হয়ে
ওদের সাথে গড়াগড়ি খাবে।
আলোগুলো টুকরো টুকরো হয়ে
ওদের সাথে গড়াগড়ি খাবে।
1 comment:
একদিন সাপ নিভে যাবে,
আলোগুলো টুকরো টুকরো হয়ে
ওদের সাথে গড়াগড়ি খাবে।
চমৎকার সুন্দর :)
Post a Comment