Sunday, May 12, 2013

জুতোর ভিড়



১২ মে ২০১৩ 

১১) জুতোর ভিড়
খুলে রাখা জুতোর ভিড়ে আমিও ছিলাম
এই পথ, এই বুনো ফুল
দু পায়ে ধুলো ছিল বসন্তের আবির
এই ঘন সবুজের দেশ।

বোতামে ছিলে,
চশমার কাচে আঙুলের ছাপে
রুমালের মতো আমায় মুছলে –

আমিও দেখেছি রোদ ভাঙে,
কিছু স্কুলবাড়ি ছুটি দেয় না  
উপচে পড়া মায়েদের ভিড়ে আমার গাড়ি
আটকে ছিলাম,
ঘড়িতে তোমার ছুটি হয়ে গেছে –

সেই দরজার কাছে
আবার আমার খুঁজতে আসা
আর বারবার ফিরে যাওয়া,
খালি হাতে, খালি পায়ে।

6 comments:

Vicky Souvik said...

Sotti dada skul life er sei din gulo r fira ase na...

Unknown said...

অনেক ভালো লাগল দাদা,সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল।
Humayun Ahmed Books

pushan said...

You have become bilingual(with much success)...
"Second sex" is that chariot where anyone wants to trail! But I do expect more such composition from you...& thanks again for giving us the privilege to listen such a song like 'Second Sex' :)

crazykunaldas said...

i'm have only some days left in my school life...nice lines.
"Second sex" & "dwitiyo purush" are just awesome!!!
Thanks dada for giving such nice songs.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

khub valo laglo kobita ta. r o anek lekha portey chai............