১৯ নভেম্বর ২০১৫
আর একদিন তোমাকে দেখতে পাব
আর একদিন তোমাকে দেখতে পাব
তারপর যা কিছু দেখব সব-ই
তোমার চেহারার কাছাকাছি কিন্তু
কোনটাই যেন আসল নয়।
তারপর যা কিছু দেখব সব-ই
তোমার চেহারার কাছাকাছি কিন্তু
কোনটাই যেন আসল নয়।
যা কিছু প্লাস্টিক ফ্যানের হাওয়ায়
উড়তে পারে অথচ
আসলে উড়তে বললে উড়তে পারে না
এরকম অনেক মানুষের মুখ
আর ফেসবুক পোস্ট
শীতের সন্ধের মতো দীর্ঘ হতে হতে
কখন-ও প্যাঁচাদের ঘুম থেকে তুলে দেয়।
যা কিছু অবিকল নকলের মতো
সৃজনশীলতার ব্যর্থতায়,
ফ্রাস্ট্রেশনে ছেপে দেওয়া যায়,
বারবার আলোচনাতেও
কিছু প্রমাণ করা যায় না।
উড়তে পারে অথচ
আসলে উড়তে বললে উড়তে পারে না
এরকম অনেক মানুষের মুখ
আর ফেসবুক পোস্ট
শীতের সন্ধের মতো দীর্ঘ হতে হতে
কখন-ও প্যাঁচাদের ঘুম থেকে তুলে দেয়।
যা কিছু অবিকল নকলের মতো
সৃজনশীলতার ব্যর্থতায়,
ফ্রাস্ট্রেশনে ছেপে দেওয়া যায়,
বারবার আলোচনাতেও
কিছু প্রমাণ করা যায় না।
দাঁড়ালে, এখনও তোমারই মুখ
মনে পড়ে।
আর একদিন তোমাকে দেখতে পাব
বলে সারারাত ঘুমোতে পারিনি।
8 comments:
"আর একদিন তোমাকে দেখতে পাব"
খুব সুন্দর
Ki bolbo bujhte parchina
"আর একদিন তোমাকে দেখতে পাব
তারপর যা কিছু দেখব সব-ই
তোমার চেহারার কাছাকাছি কিন্তু
কোনটাই যেন আসল নয়।"
- ঠিক যেন আমার মনের কথাগুলোই তুমি লিখে দিয়েছ...খুব ভালো লাগলো কবিতাটা।
অসাধারণ..:-)
Good stuff
আর এক দিন...
awesome
Exelent
Post a Comment