Thursday, November 19, 2015

আর একদিন তোমাকে দেখতে পাব



১৯ নভেম্বর ২০১৫

আর একদিন তোমাকে দেখতে পাব

আর একদিন তোমাকে দেখতে পাব
তারপর যা কিছু দেখব সব-ই
তোমার চেহারার কাছাকাছি কিন্তু
কোনটাই যেন আসল নয়।

যা কিছু প্লাস্টিক ফ্যানের হাওয়ায়
উড়তে পারে অথচ
আসলে উড়তে বললে উড়তে পারে না
এরকম অনেক মানুষের মুখ
আর ফেসবুক পোস্ট
শীতের সন্ধের মতো দীর্ঘ হতে হতে
কখন-ও প্যাঁচাদের ঘুম থেকে তুলে দেয়।
যা কিছু অবিকল নকলের মতো
সৃজনশীলতার ব্যর্থতায়,
ফ্রাস্ট্রেশনে ছেপে দেওয়া যায়,
বারবার আলোচনাতেও
কিছু প্রমাণ করা যায় না।

প্রয়োজন নেই কিছুর তাই নদীতীরে
দাঁড়ালে, এখনও তোমারই মুখ
মনে পড়ে।
আর একদিন তোমাকে দেখতে পাব
বলে সারারাত ঘুমোতে পারিনি।

8 comments:

Unknown said...

"আর একদিন তোমাকে দেখতে পাব"
খুব সুন্দর

আহত পাখি said...

Ki bolbo bujhte parchina

Arghyadip said...

"আর একদিন তোমাকে দেখতে পাব
তারপর যা কিছু দেখব সব-ই
তোমার চেহারার কাছাকাছি কিন্তু
কোনটাই যেন আসল নয়।"
- ঠিক যেন আমার মনের কথাগুলোই তুমি লিখে দিয়েছ...খুব ভালো লাগলো কবিতাটা।

Sankarshan Sen said...

অসাধারণ..:-)

Unknown said...

Good stuff

Supriya said...

আর এক দিন...

Gobinda Barman said...


awesome

Unknown said...

Exelent