১১ জুলাই ২০১৩
৫) ভ্যালেন্টাইনের কথা
নিঃশব্দ দুঃখ বেলুন,
সারাদিন যেখানে শেষ হয়,
সব বাঁশি ফুরোয়
পাতা উড়ে যাবে বলে।
তারপর চোখগুলো
ঘুমনোর নাম করে বেরিয়ে পড়েছে,
ফেরে নি, ফিরবে না।
সারাদিন যেখানে শেষ হয়,
সব বাঁশি ফুরোয়
পাতা উড়ে যাবে বলে।
তারপর চোখগুলো
ঘুমনোর নাম করে বেরিয়ে পড়েছে,
ফেরে নি, ফিরবে না।
তোমার গলার কাছে
ঘোরাঘুরি করে,
হাঁটুমুড়ে দুমড়িয়ে কানাকানি হয়
আমার ভ্যালেন্টাইন।
বাইরে বিকেলটা
পুড়ে গেছে কেরোসিনে ভিজে,
তবুও ঠাণ্ডা রাখে,
সাতাশে, তেইশে রাখে
মানুষের আরামকেদারা।
ঘোরাঘুরি করে,
হাঁটুমুড়ে দুমড়িয়ে কানাকানি হয়
আমার ভ্যালেন্টাইন।
বাইরে বিকেলটা
পুড়ে গেছে কেরোসিনে ভিজে,
তবুও ঠাণ্ডা রাখে,
সাতাশে, তেইশে রাখে
মানুষের আরামকেদারা।
2 comments:
দ্ব্যর্থকও নয় ত্রি- অর্থবাচকতা খুঁজে পাচ্ছি , words are yours, image belongs to me.
মুগ্ধ হই সব সময়।
Post a Comment