১২ জুলাই ২০১৩
৬) লোনাভালা
তোমার কথা লিখব না
কফি আর মদ
এই মন নিয়ে বৃষ্টি ভালো না।
একা ভ্যান, একা আয়নায়,
এখানে মাতাল মেঘ,
চুরি গেছে সূর্যের আলো।
কফি আর মদ
এই মন নিয়ে বৃষ্টি ভালো না।
একা ভ্যান, একা আয়নায়,
এখানে মাতাল মেঘ,
চুরি গেছে সূর্যের আলো।
গাছ বেয়ে নেমে আসে
শূন্য কাঠবেড়ালি ভিজে
খবর আসে নি
তাই আবার তৈরী হয় ধূসর,
আবার ছাতাময় রাস্তা
কাচের রঙে ভেজা।
এই শব্দের কোন বিকল্প নেই
তাই ক্লান্ত কানের কাছে
টেলিফোন বাজে,
কাল অনেক সকালে উঠতে হবে বলে।
শূন্য কাঠবেড়ালি ভিজে
খবর আসে নি
তাই আবার তৈরী হয় ধূসর,
আবার ছাতাময় রাস্তা
কাচের রঙে ভেজা।
এই শব্দের কোন বিকল্প নেই
তাই ক্লান্ত কানের কাছে
টেলিফোন বাজে,
কাল অনেক সকালে উঠতে হবে বলে।
2 comments:
এই অনুভূতির কোন বিকল্প নেই... আসলেই নেই, কগজে কলমে শুধু ব্যর্থতা জমা পড়ে...
bengal maestro... you genius :) ( (y) )
Post a Comment