Monday, August 05, 2013

অনেকরকম হতে পারত



৫ আগস্ট ২০১৩

৭) অনেকরকম হতে পারত

অনেকরকম হতে পারত,
প্রত্যেক দশ পা অন্তর
একটু ঘাস,
অথবা
লম্বা লম্বা হাত,
কবিতার মতো গাড়ির কাচ
নামিয়ে নিতে পারতাম,
যে কোন উপায়ে কথা বলা
সকালবেলার জিভের মতো অসার।

কমে আসছে পাখিদের ঝাঁক
এসব ঠিক দুঃখের কথা নয়
অনেক রাতে,
কাপড় কাচার শব্দ।

2 comments:

Bimby said...

One gulo shabdo...onek gulo chobi
- bimbisar

Farhana said...

আমাদের যান্ত্রিকতা , স্থবিরতা , আমাদের মণিহীন চোখ , ধূসরের মতই অসার ...