Monday, August 05, 2013

ঘটনাচক্র



৮) ঘটনাচক্র

আমি ভাঙব সিঁড়ি
সিঁড়ি ভাঙবে পাথর
পাথর ভাঙবে জল
জল ভাঙবে রাত্তির
রাত ভাঙবে আকাশ
আকাশ ভাঙবে সমুদ্র
সমুদ্র ভাঙবে ঢেউ
ঢেউ ভাঙবে নিস্তব্ধতা
নিস্তব্ধতা ভাঙবে আমাকে।

4 comments:

Bimby said...

Sundor loop

Farhana said...

নিস্তব্ধতা ভাঙবে আমাকে ... আর আমিও ভাঙতে পারি নিস্তব্ধতা শব্দ দিয়ে :D

সাইফ হাসনাত said...

আমিও ভাঙতে চাইবো কাউকে;
কেউ শেষ পর্যন্তে নেই আমার...

Shuhin Sharmin said...

ধুলো থেকে ধুলো, ছাই থেকে ছাই... ফরাসি এই প্রবাদ টা এইবার তোমার লেখায় পেলাম... চমৎকার...