Tuesday, August 13, 2013

আলোঘর



১৩ আগস্ট ২০১৩

৯) আলোঘর

কাগজের মন ভাঁজ করা
পাঁচিলের কাছে
মুখোমুখি মাতাল
দুটো ভোর আর শহরের বাড়ি,
কে যে কাকে কোথায় টেনে নিয়ে চলে? 

এই চোখ, এই চোখের মতো কিছু
দেখতে পাওয়া অজস্র সব গিটার
আলোঘর তুমি -
খুলে দিলে কাকে ভেবে?
আমি তো,
সোফার কোনায় ঘুমিয়ে পড়েছি তখন
মেঝের লালে কেলিয়ে পড়েছে ছায়া। 

তারপর,
তোমার ছিল ঘুম তাড়াবার নেশা
এরোপ্লেনের শব্দ,
পেছন সিটে থাকল তোমার চটি,
থাকল আমার ভাঁজ করা আধখানা।

4 comments:

ব্রততী... said...

'থাকল আমার ভাঁজ করা আধখানা' তে আটকে রইল মনটা :) আর ভালোলাগা রইল আলোঘরে ।
'মন ও মেজাজ' বেশ আনন্দ দিচ্ছে । আরও চাই : চাই অবাক ভালোলাগা, চাই অদ্ভুত মুগ্ধতা -- চাই চাই :)

Farhana said...

কে যে কাকে কোথায় টেনে নিয়ে চলে?

আলোঘর তুমি -
খুলে দিলে কাকে ভেবে?


ইঁদুর বিড়াল খেলা , কে কখন ইঁদুর থেকে বিড়াল আর বিড়াল থেকে ইঁদুর হয়ে যায় তা ক্যাপ্রিশাস ...

Unknown said...

দুর্দান্ত...
thanks maestro. :)

জুয়েইরিযাহ মউ said...

এটা দুর্দান্ত একটা গানের লিরিক্স যেন !!